রাজধানীর মোহাম্মদপুরের চা দোকানদারের বিরুদ্ধে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুর বাবার দাবী রবিবার ২টার দিকে ধর্ষক চা দোকানদার হাছান মিয়া তাঁর মেয়েকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেছেন। বর্তমানে শিশুটির শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির চিৎকারে এক প্রতিবেশী ঘটনাটি দেখে ফেলে এবং হাছানকে ধরে ফেলে। পরে শিশুটির বাবা-মা বাসায় ফিরে শিশুটির মুখ থেকে সব কিছু শুনে থানায় অভিযোগ দায়ের করেন।
মেয়েটির মা ও বাবা জানান, তারা মোহাম্মদপুর বুদ্ধিজীবি কবরস্থান এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। নিজে রিকশা চালান এবং শিশুটির মা একটি স্কুলের আয়ার কাজ করে। দুপুরে কেউ বাসায় না থাকায় । সুযোগ বুঝে পাশের বাড়ির হাছান মিয়া তাঁর শিশু সন্তানকে নিজের বাসায় ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার (এএসআই) এনামুল হক জানান, শিশু ধর্ষণের ঘটনায় পরিবারের থেকে আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্সিতে হাছান মিয়াকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। শিশুটিকে ঢাকা মেডিকেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।