Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নবী (সা.)-কে কটাক্ষ করলে মৃত্যুদণ্ডের আইন বহাল রাখল ব্রুনাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ০৫:৩৪ PM
আপডেট: ০৬ মে ২০১৯, ০৫:৪১ PM

bdmorning Image Preview
প্রতিকী ছবি


সমকামিতার জন্য মৃত্যুদণ্ডের মত শাস্তি থেকে সরে এসেছে ব্রুনাই সুলতান হাসানাল বোলকিয়া। তবে শরিয়া আইন অনুযায়ী দেশটিতে কেউ নবী মোহাম্মদ (সা.) কে অবমাননা বা কটাক্ষ করলে মৃত্যুদণ্ডের শাস্তি বহাল রাখা হয়েছে। 

শুক্রবার (৩ মে) ইসলামি শরিয়া আইন চালুর ঘোষণা দেন দেশটির সুলতান হাসানাল বোলকিয়া।

শরিয়া আইন অনুযায়ী দেশটির মধ্যে সমলিঙ্গের মধ্যে যৌন সম্পর্ক, ধর্ষণ, মোহাম্মদ (সা.) কে অবমাননার মতো অপরাধের শাস্তি হবে মৃত্যুদণ্ড। এছাড়া নতুন শরিয়া আইনে চুরির শাস্তি হিসেবে অঙ্গচ্ছেদের বিধান রয়েছে।

দেশটিতে শরিয়া আইন অনুযায়ী সমকামিতার জন্য পাথর ছুঁড়ে মৃত্যুর শাস্তির আইন জারির পর বিশ্বজুড়ে তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

আইনটি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ও বিভিন্ন সেলিব্রেটিদের প্রতিবাদ ও দেশটিকে বয়কটের ঘোষণার পর সমকামিতার শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ডের শাস্তি থেকে সরে এসেছে দেশটি।

দেশটিতে ভেজাল মেশানোর সর্বোচ্চ শাস্তিও মৃত্যুদণ্ড। সেইসঙ্গে ১৮ বছরের কম বয়সীদের জন্য ইসলাম ছাড়া অন্য কিছু শেখাতে প্রভাবিত করার জন্য শাস্তি স্বরূপ জেল জরিমানার আইন জারি করা হয়েছে।

 

Bootstrap Image Preview