Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দলে ফিরেই স্মিথ ও ওয়ার্নারের বাজিমাত 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ০৮:০৬ PM
আপডেট: ০৬ মে ২০১৯, ০৮:০৬ PM

bdmorning Image Preview


গত বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে বল টেম্পারিং কেলেঙ্কারীর কারণে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা ওয়ার্নারের দ্রুত গতির ৩৯ এবং স্মিথের ২২ রানে ভর করে আজ সোমবার অনুশীলন ম্যাচে নিউজিল্যান্ড একাদশকে ১ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া একাদশ।

বিশ্বকাপকে সামনে রেখে তিন ম্যাচ অনুশীলন সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অসি অধিনায়ক এ্যারন ফিঞ্চ। 

এ্যালান বোর্ডার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্যাট হাতে নেমেই অসি বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ২১৫ রানে গুটিয়ে যায় সফরকারী নিউজিল্যান্ড একাদশ। তবে টেলএন্ডারদের বদান্যতায় ১০ হাতে রেখেই জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

এই নিয়ে টানা নবম ওয়ানডে জয়ের কৃতিত্ব গড়লো অস্ট্রেলিয়া। যদিও আজকের ম্যাচের আনুষ্ঠানিক নয় এবং আন্তর্জাতিক ম্যাচ হিসেবে গন্য হবেনা।

Bootstrap Image Preview