Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

একাধিক নারীকে ধর্ষণকারী ভণ্ড পীরকে গ্রেপ্তার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ০৯:৫৩ PM
আপডেট: ০৬ মে ২০১৯, ০৯:৫৩ PM

bdmorning Image Preview


থানায় ধর্ষণ মামলা দায়ের পর আশুলিয়া আস্তানা থেকে ভণ্ড পীরকে গ্রেপ্তার করলেন পুলিশ। গ্রেপ্তারকৃত ভণ্ড পীরের নামে মনির হোসেন (৪০)। তাঁর বিরুদ্ধে একাধিক নারীকে ধর্ষণের অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার আশুলিয়া থানায় ধর্ষণ মামলাটি দায়ের পরে আশুলিয়ার কুড়গাঁও নতুনপাড়া আমতলার আস্তানা থেকে মনিরকে পুলিশ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর পুলিশ মনিরকে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বাদী এজাহারে উল্লেখ করেছেন, তিনি, তাঁর বোন ও বোনের মেয়েকে ধর্ষণ করেছেন মনির। আরও অনেক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

জানতে চাইলে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) জিয়াউল ইসলাম বলেন, মনির হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। মনিরের কাছ থেকে অজানা তথ্য বের করার চেষ্টা করা হবে।

 

Bootstrap Image Preview