Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শুক্রবার, জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আশরাফুল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড আদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০১৯, ১০:২২ AM
আপডেট: ০৭ মে ২০১৯, ১০:২২ AM

bdmorning Image Preview


রংপুরে ব্যবসায়ী আশরাফুল হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ডাদেশ এবং ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার (৬ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এবিএম গোলাম রসুল এ আদেশ দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৬ সালের ২৮ সেপ্টেম্বর গাইবান্ধার ধাপেরহাট থেকে রংপুরের পীরগঞ্জের নিজ বাড়িতে ফিরছিলেন ব্যবসায়ী আশরাফুল ইসলাম বুলু। পথে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ৮ জনকে আসামী করে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার রায়ে বাদল, বিপ্লব ও সাইফুলকে মৃত্যুদণ্ড এবং মোফাজ্জল, জহুরুল, শাহানুর ও মিলনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। একই মামলায় দোষ প্রমাণিত না হওয়ায় সাইফুলকে বেকসুর খালাস দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত বাদল ও মোফাজ্জল ছাড়া বাকীরা পলাতক রয়েছে।

Bootstrap Image Preview