Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অধ্যক্ষ পারভীন হত্যার মামলার প্রতিবেদন ১৩ জুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০১৯, ০১:০৩ PM
আপডেট: ০৭ মে ২০১৯, ০১:০৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আদালত ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যার ঘটনায় নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ জুন দিন ধার্য করেছেন।

পূর্বনির্ধারিত ০৭ মে (আজ) তে তদন্ত প্রতিবেদন জমা না দেওয়াতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফ মামলাটির তদন্তকারী কর্মকর্তা নিউমার্কেট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর মজুমদারকে আগামী ১৩ জুন নতুন করে প্রতিবেদন জমা না দেওয়ায় জন্য নির্দেশ দিয়েছেন।

হত্যার ঘটনার পর রাজধানীর নিউমার্কেট থানায় স্বপ্না (৩০) ও রেশমা (৩৬) নামের দুই গৃহকর্মীসহ তিনজনকে আসামি করে একটি মামলা করেন নিহতের স্বামী ইসমত কাদির গামা।

সায়েন্স ল্যাব এলাকায় সুকন্যা টাওয়ারের ১৬/সি নম্বর ফ্ল্যাটে থাকতেন ৬৬ বছর বয়সী মাহফুজা চৌধুরী পারভীন। ১০ ফেব্রুয়ারি দিনগত রাত ৮টায় বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই ওই বাসায় কর্মরত দুই গৃহকর্মী নিখোঁজ ছিলেন। এরপর দেশের বিভিন্ন স্থান থেকে মামলার আসামিদের গ্রেফতার করে পুলিশ। পরে এজাহার নামীয় তিনজন হত্যার দায় স্বীকার করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। বর্তমানে তারা কারাগারে।

মাহফুজার সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা নিউমার্কেট থানার এসআই স্বপন কান্তি দে সুরতহালে উল্লেখ করেন, মরদেহের মুখে রক্ত দেখা যায়, হাতের কয়েকটি আঙুলে কালো দাগ আছে।

Bootstrap Image Preview