Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গারো মা মেয়ের হত্যা মামলার তদন্ত প্রতিবেদন তারিখ পরিবর্তন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০১৯, ০১:২৭ PM
আপডেট: ০৭ মে ২০১৯, ০১:২৭ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে ২০১৮ সালের মা ও মেয়ে হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নতুন তারিখ আগামী ১৩ জুন (বৃহস্পতিবার) ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (০৭ মে) ঢাকার মহানগর হাকিম দেবদাশ চন্দ্র অধিকারী এ দিন ধার্য করেন। পূর্বনির্ধারিত তারিখে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জমা না দেওয়ায় আগামী ১৩ জুন নতুন করে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য গুলশান থানার পরিদর্শক মো. সালাউদ্দিন মিয়াকে নির্দেশ দেন আদালত।

২০১৮ সালের ২০ মার্চ সন্ধ্যায় কালাচাঁদপুরে গারো সম্প্রদায়ের বেসেত চিরান (৬৫) ও তার মেয়ে সুজাতা চিরানের (৪০) মরদেহ উদ্ধার করা হয়। পরে সুজাতার স্বামী আশিষ মানখিন গুলশান থানায় একটি মামলা করেন। মামলায় সুজাতার বোনের ছেলে সঞ্জিত ও তার তিন বন্ধুকে আসামি করা হয়।

পুলিশ জানায়, নিহত মা-মেয়ের মধ্যে একজনকে কুপিয়ে এবং অন্যজনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পারিবারিক বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটানো হয়।

ঘটনার পরের দিন ২১ মার্চ রাতে শেরপুরের নালিতাবাড়ী এলাকা থেকে হত্যাকাণ্ডে জড়িত সঞ্জিব চিরান, রাজু সাংমা ওরফে রাসেল, প্রবীণ সাংমা ও শুভ চিসিম ওরফে শান্তকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

Bootstrap Image Preview