Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জন্ম নিলো রাজসিংহাসনের নতুন উত্তরাধিকার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০১৯, ০৩:৩৩ PM
আপডেট: ০৭ মে ২০১৯, ০৩:৩৩ PM

bdmorning Image Preview


ব্রিটেনের রাণী এলিজাবেথের নাতি  প্রিন্স হ্যারি ও তার স্ত্রী অভিনেত্রী মেগান মার্কেলের ঘরে নতুন অতিথি এসেছে। প্রথম সন্তানের জন্ম দিয়েছেন এই দম্পতি। সন্তানের বাবা হওয়ায় দারুণ খুশি প্রিন্স হ্যারি।

প্রিন্স হ্যারি এবং ডাচেস অব সাসেক্স মেগান মার্কেলের প্রথম পুত্রসন্তান রাজসিংহাসনের উত্তরাধিকারের ক্রমে আছেন সাত নম্বরে।

প্রিন্স হ্যারি তার সন্তানের জন্মের বিষয়টিকে এক চমৎকার অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন। নবজাতক শিশুকে স্বাস্থ্যবান উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত সন্তানের নাম কী হবে তারা ঠিক করে উঠতে পারেননি।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৯ মে সেন্ট জর্জেস চ্যাপেলে হ্যারি ও মেগানের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর তারা ডিউক এবং ডাচেস অব সাসেক্স উপাধি গ্রহণ করেন।

Bootstrap Image Preview