Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীর মাথায় ডিম ছোড়া সেই নারী গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০১৯, ০৪:৪৭ PM
আপডেট: ০৭ মে ২০১৯, ০৪:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রচারণার সময় প্রধানমন্ত্রী স্কট মরিসনের মাথায় ডিম ছুড়ে মারা সেই নারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ২৫ বছরের ওই নারীকে নিউ সাউথ ওয়ালেস রাজ্য থেকে আটক করা  হয়েছে। তবে কেন ওই নারী প্রধানমন্ত্রীর মাথায় ডিম মেরেছে সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ। 

জানা যায়, আগামী ১৮ মে অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনের প্রচারণায় মঙ্গলবার ক্যানবেরার ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত অ্যালবারি শহরে কান্ট্রি উইমেন অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।

অনুষ্ঠান চলাকালীন এক তরুণী প্রধানমন্ত্রীর মাথায় ডিম ছুড়ে মারেন। কিন্তু তখন ডিমটি ভাঙেনি। এ সময় হুড়োহুড়িতে একজন বয়স্ক নারী সেখানে পড়ে যান।

এক সংবাদ সম্মেলনে পুলিশ পরিদর্শক স্কট রাসেল এ ঘটনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে যা ঘটেছে তার সঙ্গে জড়িত একজন নারীকে আমরা আটক করেছি। এ ঘটনায় তদন্ত চলছে।

প্রসঙ্গত, এর আগে গত মার্চে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলার বিষয়ে অস্ট্রেলিয়ার কট্টর ডানপন্থী সিনেটর ফ্রেজার অ্যানিং মুসলিমবিদ্বেষী মন্তব্য করায় তার মাথায় ডিম ভেঙে ভিডিও ধারণ করেন উইল কনোলি নামে এক তরুণ।

Bootstrap Image Preview