Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মহাকাশে গিয়ে চোখ ধাঁধানো ছবি তুলল শাওমির ফোন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০১৯, ০৬:২৪ PM
আপডেট: ০৭ মে ২০১৯, ০৬:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মুক্তির আগে রেডমি নোট ৭ নিয়ে উন্মাদনা ছিলই, মুক্তির পরও তা কমেনি। সম্প্রতি নয়া প্রযুক্তির এই স্মার্টফোন নিয়ে অভিনব পরীক্ষা করল চীনা স্মার্টফোন কম্পানি শাওমি। যার রিপোর্টও চাঞ্চল্যকর বটে।

রেডমি নোট ৭-এর কোয়ালিটি প্রমাণে স্মার্টফোনটির একটি মডেল পাঠানো হয় মহাকাশে। এর আগে ক্যামেরা বা বেলুন মহাকাশে পাঠানো হলেও এই প্রথম শাওমি-র স্মার্টফোন পাড়ি দিল মহাকাশে। পৃথিবী থেকে নিয়ন্ত্রিত এয়ার বেলুনে মহাশূন্যে গিয়ে ছবিও তুলেছে স্মার্টফোনটি।

শাওমি-র ট্যুইটার অ্যাকাউন্টে তা পাবলিশ করা হয়েছে। ছবিগুলি বিশেষ কিছু না হলেও, -৫৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেডমি নোট ৭-এর পারফরম্যান্স প্রশংসনীয় বটেই।

কোনও স্ক্র্যাচ ছাড়াই পৃথিবীতে ফিরে এসেছে রেডমি নোট ৭। যে গতিতে স্মার্টফোনটিকে পৃথিবীতে ফেরানো হয়েছে, তার পর হাত থেকে পড়লে অন্তত ভাঙার আশঙ্কা করা যায় না বলে মত বিশেষজ্ঞদের। মাত্র ১২-১৩ হাজার টাকার এই স্মার্টফোনের গুরুত্ব বোঝাতেই নয়া এই পরিকল্পনা শাওমির।

Bootstrap Image Preview