Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভুল করে জঙ্গলে ঢুকে পড়েছিলাম, বাঁচিয়েছিলেন সাপ: মমতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০১৯, ১০:১৯ PM
আপডেট: ০৭ মে ২০১৯, ১০:১৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মমতা বন্দ্যোপাধ্যায় একবার রাতে গাড়ি নিয়ে জঙ্গলে ঢুকে পড়েছিলেন পথও হারিয়েছিলেন। তাকে রাস্তা খুঁজে পেতে সাহায্য করেছিল জঙ্গলের প্রাণীরাই। 

সোমবার (৬ মে) নিজেই শোনালেন বছর দুয়েক আগে ঝাড়গ্রামের লোধাশুলির জঙ্গলের সেই অভিজ্ঞতা কথা।

গোপীবল্লভপুরের নির্বাচনী জনসভায় তিনি বলেন, সে দিন জঙ্গলের মধ্যে হঠাৎ দেখি, একটা পেঁচা এসে আমার গাড়িতে বসল। লক্ষ্মী পেঁচা। কিছু ক্ষণ পরে আর একটা পেঁচা এল। মানে আমাকে যেতে দেবে না। ভুল রাস্তায় যাচ্ছি।

মমতা জানান, সেই দিন গোড়ায় তিনি বুঝতে পারেননি যে পথ ভুল হয়েছে। পরে রাস্তার মাঝে একটা সাপ চলে যেতে দেখে তিনি বোঝেন, ভুল রাস্তায় চলেছেন। তখন তিনি গাড়ি ঘোরাতে বলেন।

]মমতার ঘনিষ্ঠ মহল সূত্রে  জানা যায়, সে দিন কনভয়ের প্রথম গাড়িটা ছিল মুখ্যমন্ত্রীর। পুলিশ-সাংবাদিকদের গাড়ি পিছিয়ে পড়ে। মমতার গাড়ি ঢুকে পড়ে জঙ্গলে। হঠাৎ সেই গল্প কেন শোনালেন মমতা। তিনি জঙ্গলমহলের কতটা কাছের, জঙ্গলের প্রাণীরাও যে তাঁকে ভালবাসে, আপনজন ভাবে, সেটা বোঝাতেই এ দিন ওই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন মমতা।

Bootstrap Image Preview