Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মোদির মুখ জনতা বন্ধ করে দিয়েছে: রাহুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০১৯, ১১:০৪ AM
আপডেট: ০৮ মে ২০১৯, ১১:০৪ AM

bdmorning Image Preview


নরেন্দ্র মোদির মুখ জনতা বন্ধ করে দিয়েছে। লোকসভার পঞ্চম দফা ভোটের পর থেকে চুপসে গেছেন তিনি।

পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় বামনিয়া টালি সেন্টার ময়দানে মঙ্গলবার নির্বাচনী প্রচার চালাতে গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে এ কথা বলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। খবর আনন্দবাজার পত্রিকার।

কংগ্রেস সভাপতি জোর দিয়ে বলেন, হিন্দুস্তানের কোনো শক্তি মোদিকে আর প্রধানমন্ত্রী করতে পারবে না। মানুষ তাকে শিক্ষা দিয়েছেন, প্রচণ্ড ধাক্কা খেতে চলেছেন তিনি। মিথ্যা প্রতিশ্রুতি আর কেউ শুনবে না।

রাহুল বলেন, মোদি ঘৃণা ছড়াক, খারাপ কথা বলুক। আমরা ভালোবাসা দিয়েই মানুষের মন জয় করব। মানুষ তাকে শিক্ষা দিয়ে দিয়েছেন।

কংগ্রেস সূ্ত্র বলছে, বিভিন্ন রাজ্যে বুথফেরত জরিপে যে তথ্য পাওয়া গেছে, তাতে মোদি-জমানার অবসানের ইঙ্গিতই পেয়েছে রাহুলের দল।

পুরুলিয়ার কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতোর সমর্থনে সভা করতে আসা রাহুলকে মঙ্গলবার আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী দেখা গেছে।

বৃহস্পতিবার পুরুলিয়াতেই সভা করার কথা প্রধানমন্ত্রী মোদির। কংগ্রেস সভাপতি মোদিকে কটাক্ষ করে আরও বলেন, এখানে তো আসবেন মোদিজি, শুনেছি। দেখবেন সেদিন, আত্মবিশ্বাস নেই।

কৃষকদের জন্য প্রতিশ্রুতি, বেকারদের জন্য চাকরি— এসব এখন আর বলতে গেলেই গোলমাল। মানুষ ধরে ফেলেছেন সব।

পশ্চিমবঙ্গে আগের দুদফার সভার মতো তৃতীয়বারে রাহুল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে কড়া আক্রমণের পথে যাননি।

কৃষকদের ঋণ মওকুফ এবং তরুণদের কর্মসংস্থান মমতার আমলে হয়নি, এ দুই অভিযোগ উল্লেখ করেছেন শুধু।

রাহুল বলেন, বিজেপিকে মুখের ওপর জবাব তৃণমূল দিতে পারবে না- পারবে কংগ্রেস। তাই দিল্লিতে কংগ্রেসের সরকারের জন্য পশ্চিমবঙ্গ থেকে বেশি বেশি আসন আপনাদের দিতে হবে।

Bootstrap Image Preview