Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক বিক্রেতা বিক্রেতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০১৯, ১১:৪৯ AM
আপডেট: ০৮ মে ২০১৯, ১১:৫১ AM

bdmorning Image Preview
সংগৃহীত


অভিনব কৌশলে জুতার তলায় ইয়াবা পরিবহনের সময় দুই রোহিঙ্গা মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ মে) ভোররাতে কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকা থেকে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার দুইজন হলো-কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আলী হোসেনের ছেলে মো. হোসেন (২০) ও আবদুর রহিমের ছেলে সুলতান আহমেদ (১৮)।

গ্রেফতার হওয়া দুই যুবক কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে ঢাকায় যাচ্ছিলো বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় চারটি জুতার তলায় মোট ২ হাজার পিস ইয়াবা লুকিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিলো দুই রোহিঙ্গা যুবক। তাদের গ্রেফতার করা হয়েছে।

Bootstrap Image Preview