পাকিস্তানে লাহোরে সুফি মুসলিম মাজার ‘দাতা দরবার’ এর কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৪ জন।
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ এ খবর প্রকাশিত এক সংবাদে বলা হচ্ছে বুধবার ( ৮ মে) লাহোরের এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ধরন এবং মূল লক্ষ্যবস্তু কী ছিল সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, দাতা দরবারের দুই নম্বর গেটে পুলিশের দুইটি গাড়ির কাছে এ বিস্ফোরণ হয়। ঘটনার পর বিস্ফোরণ এলাকায় উদ্ধার অভিযান চালানো হয়। এরপর পুরো এলাকা ঘেরাও করে ফেলে নিরাপত্তা বাহিনী। সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিটি ডিভিশনের এসপি সাইদ গাজানফার শাহ জানিয়েছেন, আহতদেরকে মায়ো হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মুহাম্মদ কাশিফ নামের স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, এটি সম্ভবত একটি আত্মঘাতী হামলা, এবং নিরাপত্তা বাহিনীর গাড়ি এ হামলার লক্ষ্যবস্তু ছিল।
তিনি আরো বলেন, আমরা এ হামলা সম্পর্কে বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা করছি।এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে খবরে বলা হয়েছে।