Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সুবীর নন্দীকে শেষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে হাজারো জনতার ঢল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০১৯, ১২:১৩ PM
আপডেট: ০৮ মে ২০১৯, ১২:১৩ PM

bdmorning Image Preview


বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে।

বুধবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয় তার মরদেহ।

ভক্ত, শ্রোতা আর সহকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে শেষবারের মতো এ শিল্পীর প্রতি তাদের শ্রদ্ধা আর ভালোবাসা জানাচ্ছেন।

প্রিয় গায়ককে শেষবারের মতো দেখতে শহীদ মিনারে ঢল নামে হাজারো জনতার। ঢাকা ছাড়াও ঢাকার বাইরে থেকে অনেকেই এসেছেন তাদের প্রিয় শিল্পীকে একনজর দেখার জন্য। সবাই হাতে ফুল দিয়ে শেষবারের মতো শ্রদ্ধা জানান খ্যাতিমান এ শিল্পীকে।

এর আগে ভোর সোয়া ৬টার দিকে সিঙ্গাপুর থেকে রিজেন্ট এয়ারওয়েজের একটি বিমানে দেশে এসে পৌঁছে তার মরদেহ।

বিমানবন্দর থেকে তার মরদেহ নেয়া হয় ২৫সি গ্রিন রোডের গ্রিন ভিউ অ্যাপার্টমেন্টে। সেখান থেকে বেলা ১১টায় সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।

এর পর মরদেহ নেয়া হবে রামকৃষ্ণ মিশনে। দুপুরে সবুজবাগে বরদেশ্বরী কালীমন্দির ও শ্মশানে একুশে পদক পাওয়া সংগীতশিল্পী সুবীর নন্দীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন এ কিংবদন্তি সংগীতশিল্পী মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায় মারা যান।

Bootstrap Image Preview