Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪ পুলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০১৯, ১২:২২ PM
আপডেট: ০৮ মে ২০১৯, ১২:২২ PM

bdmorning Image Preview


পাকিস্তানের পাঞ্জাবপ্রদেশে দাতাদরবার নামে একটি মাজারে পুলিশের এলিট ফোর্সের কমপক্ষে চার সদস্য আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। তাদের মধ্যে তিন থেকে চার পুলিশ সদস্যও রয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর দি এক্সপ্রেস ট্রিবিউনের।

পুলিশ জানিয়েছে, মাজারের সামনে রাখা এলিট ফোর্সে গাড়িগুলোকে লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়।

খবর পেয়ে পুলিশের উদ্ধার দল বিশাল বহর নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সরদার ওসমান বুজদার তার অন্য কর্মসূচি বাতিল করে ঘটনাস্থলে ছুটে গেছেন।

Bootstrap Image Preview