নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পনগরী এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ১০ যুবককে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রাসেল, আলম, সৌরভ ও মিঠু নামের চারজনকে তিনশ’ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পরিচয় পাওয়া সোলমান নামের অন্য একজনকে চিকিৎসার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে কথা বলার সময় স্থানীয় নূর ইসলাম ও ইব্রাহীমের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সন্ত্রাসী দল তাদের ওপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এতে ১০ জন আহত হন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীদের কাছে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।