Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নারীকে দিয়ে পা টিপিয়ে বহিষ্কার সাব-ইন্সপেক্টর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০১৯, ০২:৩৪ PM
আপডেট: ০৮ মে ২০১৯, ০২:৩৪ PM

bdmorning Image Preview


রেলওয়েতে কর্মরত অবস্থায় এক নারীকে দিয়ে পা টেপানোর অভিযোগ উঠেছে সুকুমার অধিকারী নামের রেলের এক সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে।

গত শুক্রবার দুপুরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বালুরঘাট স্টেশনের রেস্ট রুমের ভিতরে এ ঘটনার পর ওই সাব ইন্সপেক্টরকে বহিষ্কার করা হয়েছে।

এনভিএফ কর্মী নিন্নি সাহা নামে এক নারী সুকুমার অধিকারীর পা টিপে দিচ্ছিলেন। সেই ভিডিও ভাইরাল হয়। এরপরই সাব-ইন্সপেক্টর সুকুমার অধিকারীকে শিলিগুড়ি জিআরপিতে ক্লোজ করা হয়। শনিবার তাকে সাসপেন্ডও করা হয়। যদিও এই সাব-ইন্সপেক্টর সুকুমার অধিকারীর চাকরি আর মাত্র ৪ বছর ছিল। 

রেলের অফিসার ইন-চার্জ প্রদীপ কর্মকার বলেন, ''এই স্টেশন চত্বরে আমাদের কোন ঘর নেই। আমাদের রেলের বিভিন্ন পুলিশ কর্মকর্তারা থাকেন ওই ঘরে। অভিযুক্ত সাব-ইন্সপেক্টর সুকুমার অধিকারীকে শিলিগুড়ি জিআরপি-তে ক্লোজ করা হয়েছে শুনেছি। তবে আমার কাছে এই বিষয়ে কোন চিঠি আসেনি।''

Bootstrap Image Preview