রাজধানীতে প্রতিনিয়তই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছেই। বন্দুকযুদ্ধে নিহতের বেশির ভাগই মাদক বিক্রেতার সঙ্গে জড়িত। গত ৪ মাসে বন্দুকযুদ্ধে ১৩ জন নিহত হয়েছেন। বিভিন্ন দৈনিক পত্রিকায় ছাপানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
০৮ মে রাজধানীর আগারগাঁও এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-২) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের সঙ্গে পাওয়া একটি পরিচয়পত্র অনুযায়ী তার নাম আশরাফ আলী ও বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া এলাকয়া। ০৭ মে রাজধানীর খিলক্ষেতের তিনশ ফুট রাস্তায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। রাত ১টার দিকে তিনশ’ ফুট রাস্তার দুমনী এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে জানান র্যাব-১ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান।
২৫ এপ্রিল রাজধানীর তুরাগ এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আলম ওরফে গাঁজা আলম (৪৫) নামের একজন নিহত হয়েছেন। দিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৭টি মামলা রয়েছে। ১১ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নবী হোসেন (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ভোর সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নবী হোসেন মাদক ব্যবসায়ী। ৫ এপ্রিল রাজধানীর তেজগাঁওয়ে র্যাবের একটি চেকপোস্টে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। র্যাব বলছে, নিহত নাঈম (৩৫) ও জামাল (৩৬) আন্তঃজেলা গাড়ি চোর ও ডাকাত দলের সদস্য।
২৭ মার্চ রাজধানীর মিরপুরের ভাষানটেক এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শফিক নামের একজন নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত শফিক নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী ছিলেন। রাত পৌনে ১২টার দিকে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
২৮ মার্চ রাজধানীর আফতাবনগরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহত হয়েছে। নিহতরা বাড্ডা-রামপুরার শীর্ষ সন্ত্রাসী টারজান বাহিনীর সদস্য বলে দাবি করেছে ডিবি।
রাত ৩ টার দিকে ‘বন্দুকযুদ্ধের’এ ঘটনা ঘটে। ডিবি উত্তরের উপ-কমিশনার মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কয়েকজন মাদক চোরাকারবারী রাতে মাদক কেনবেচা করছিল, এমন তথ্যের ভিত্তিতে আফতাবনগরে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলি শেষে দুই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
১৮ মার্চ রাজধানীর মাহাম্মদপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে বাবুল (৪৩) নামের একজনের মৃত্যু হয়েছে। র্যাব বলছে, নিহত ব্যক্তি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। ২০ ফেব্রæয়ারি রাজধানীর শ্যামলীর টেকনিক্যাল মোড়ে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে মেহেদী হাসান (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ওই সময় র্যাবের দুই সদস্য আহত হয়েছে। র্যাবের দাবি, নিহত ব্যক্তি শীর্ষ মাদক ব্যবসায়ী ছিল। ১২ ফেব্রæয়ারি রাজধানীর গোপীবাগে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক তরুণ নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত তরুণের নাম কিশোর শান্ত (১৮)। বাবার নাম মো. ফারুক। পুলিশ বলছে, শান্ত ডাকাত দলের সদস্য ছিলেন।