Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শুক্রবার, জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দাম বেশি রাখায় আগোরা সুপার শপকে জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০১৯, ০৩:১৬ PM
আপডেট: ০৮ মে ২০১৯, ০৩:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর কাকরাইলে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান । এসময় অনিয়মের জন্য সুপার শপকে জড়িমানা করা হয়।

বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান আগোরা সুপার শপের কাকরাইল শাখাতে অভিযান পরিচালনা করে গরুর মাংস বিক্রিতে অনিয়মের প্রমাণ পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৫টি অঞ্চলে বিভক্ত হয়ে রাজধানীতে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করছে। ৫টি টিমের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত টিমটি সেগুনবাগিচা, কাকরাইল ও মগবাজার এলাকায় অভিযান চালাচ্ছে।

ভেজাল বিরোধী অভিযানে ৯০ কাকরাইলে আগোরা সুপার শপে বুধবার অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায় আগোরা বোল্ডার গরুর মাংসকে দেশি গরুর মাংস বলে ৫২৫ টাকা কেজি দরে বিক্রি করছে।

বোল্ডার গরুর মাংস প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানের ম্যানেজার মনিরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, আগোরা সুপার শপ ভোক্তাদের বোল্ডার গরুর মাংসকে দেশি গরুর মাংস বলে ৫২৫ টাকা কেজি দরে বিক্রি করছে। অথচ বোল্ডার গরুর মাংসের দাম হচ্ছে ৫০০ টাকা। এই অপরাধে প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Bootstrap Image Preview