Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপে কপাল খুলল ইশাান্তের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০১৯, ০৩:২৩ PM
আপডেট: ০৮ মে ২০১৯, ০৩:২৩ PM

bdmorning Image Preview


বিশ্বেকাপে ভারতের ঘোষিত ১৫ সদষ্যের দলের সঙ্গে তিন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই তালিকায় রেখেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এই তালিকায় চতুর্থ নাম হিসেবে যুক্ত হলেন অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা। 

আসন্ন বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষিত হয়েছে। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছিল, স্ট্যান্ডবাই হিসেবে থাকবেন ঋষভ পন্থ, অম্বাতি রায়ডু এবং নভদীপ সাইনি। এবার ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিল, চতুর্থ স্ট্যান্ডবাই হিসেবে থাকছেন ইশান্ত শর্মা। 

একই সঙ্গে বোর্ডের একটি সূত্র জানাচ্ছে, '‌রিজার্ভ সিমার হিসেবে আমাদের প্রথম পছন্দ সাইনি। দ্বিতীয় পছন্দ ইশান্ত। ইংল্যান্ডের পরিবেশে বল করার অভিজ্ঞতা আছে ইশান্তের। সম্প্রতি ছন্দেও আছে।'‌ 

উল্লেখ্য, চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে এখনও অবধি ১০ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ইশান্ত।‌

এদিকে চলতি আইপিএলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইনজুরিতে পড়েছেন বিশ্বকাপ স্কোয়ার্ডে থাকা কেদার জাদভ। তার জায়গায় বিশ্বকাপের আসরে স্ট্যান্ডবাই তালিকায় থেকে জায়গা পাওয়ার সুযোগ রয়েছে রিশভ পন্তের।

Bootstrap Image Preview