Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘সেলফির চাপে’ নুসরাতকে নিয়ে ভেঙে পড়লো নির্বাচনী মঞ্চ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০১৯, ০৫:১৫ PM
আপডেট: ০৮ মে ২০১৯, ০৫:১৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নির্বাচনীপ্রচারে গিয়ে মঞ্চ ভেঙে বিপাকে পড়লেন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বসিরহাটের তৃণমূল প্রার্থী ও অভিনেত্রী নুসরাত জাহান। তবে তিনি অক্ষত রয়েছেন।

বুধবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেনের হয়ে গোয়ালতোড়ে প্রচারে যান তিনি। সেখানেই ভেঙে পড়ে তাঁর মঞ্চ।

জানা গেছে, ছোট মঞ্চে অনেক লোক একসঙ্গে উঠে পড়ার কারণেই বিপত্তি ঘটেছে। যদিও এ ঘটনায় টলি অভিনেত্রীর কোনও ক্ষতি হয়নি। তবে সাময়িক উত্তেজনা তৈরি হয় সভায় উপস্থিত তৃণমূল সমর্থক ও নুসরাতের অনুরাগীদের মধ্যে।

ঘটনার সময়, আনুমানিক তিন ফুট উচ্চতার ১৫/২০ ফুটের সভামঞ্চে বসেছিলেন তিনি। তখন সেখানে বক্তৃতা দিচ্ছিলেন তৃণমূলের অন্য এক নেতা। টলি অভিনেত্রীকে ঘিরে সভায় উপস্থিত তৃণমূল সমর্থকদের উত্তেজনা ছিল তুঙ্গে। ফলে অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলার জন্য ছোট মঞ্চে উঠে পড়েন অনেকে। তখনই মঞ্চটি মাঝখান থেকে ভেঙে পড়ে।

কোনওক্রমে রক্ষা পান অভিনেত্রী। সঙ্গে সঙ্গে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে আনা হয়। ঘটনায় তাঁর কোনও ক্ষতি হয়নি। তবে উপস্থিত সমর্থকদের সাময়িক উত্তেজনা তৈরি হয়।

বিপত্তি তৈরি হলেও উপস্থিত অনুরাগীদের হতাশ করেননি অভিনেত্রী। উপস্থিত সমর্থক ও অনুরাগীদের উদ্দেশ্যে বক্তৃতা দেন নুসরাত। বীরবাহা সোরেনের হয়ে ভোট প্রার্থনা করেন তিনি। রাজ্যের শাসকদল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনহিতকর প্রকল্পের কথা মানুষের সামনে তুলে ধরেন। এবং এরপর সেখান থেকে অন্যত্র প্রচারের উদ্দেশ্যে রওনা দেন।

Bootstrap Image Preview