Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাদারীপুরে বিড়ি ভোক্তাদের মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮ মে ২০১৯, ০৮:৩৩ PM
আপডেট: ০৮ মে ২০১৯, ০৮:৩৪ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


মাদারীপুরে আগামী বাজাটে বিড়ির উপর থেকে ট্যাক্স সর্ম্পূণ প্রত্যাহাররে দাবিতে মানববন্ধন করেছে ভোক্তারা। এতে শতাধিক শ্রমকি অংশ নেয়

বুধবার (৮ মে) বাংলাদশে বিড়ি ভোক্তার পক্ষে মাদারীপুর শাখার ব্যানারে শহররে কলজে রোড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তরা বলনে, আবহমান বাংলায় বঙ্গবন্ধুর হাতে গড়া কুটরি শিল্প তথা বিড়ি শিল্প আমরা বহুকাল আগে দেখেছে এবং আমরা এই  বিড়ি ধুমপান করেছি। প্রতিবছর জুন-জুলাই মাস আসলে আমাদরে এই বিড়ি ক্রয় করতে গিয়ে বিক্রেতার সাথে ঝগড়া হয়।

আমরা আতঙ্কে থাকি আবার কখন বাড়তি মূল্যে ধুমপান করতে হয়। যে বিড়ি আজ থকেে ১০ বছর আগে ৩-৪ টাকায় পাওয়া যতে সে বিড়ির দাম আজ ১৫ টাকা। বৈষম্য আজ এমন পর্যায়ে দাঁড়িয়েছে  যা নামি ব্যান্ড সিগারেটের দাম কখনো  বাড়েনি কন্তিু আমাদের ব্যবহৃত বিড়ি  ৩-৪ গুন বেশি দামে কিনতে হচ্ছে।

বিড়ি ভোক্তা পক্ষ মাদারীপুর অঞ্চলের সভাপতি মো. সালাউদ্দনি বলনে, ‘অ্যান্টি টোব্যাকো মডিয়িা অ্যালায়ন্সে (আত্মা) নামে একটা এনজিও প্রস্তাব করছেে বাজটেে  বিড়ির দাম প্রতি প্যাকটে ৩৫ টাকা করতে হবে। এই আত্মা এনজিও হল আমেরিকা কোম্পানীর দালাল। আমরা গবির খেটে খাওয়া মানুষ কিভাবে ৩৫ টাকা দিয়ে এক প্যাকেট বিড়ি ধুমপান করব? তারা এদশেে বিড়ি ধ্বংশ করে  আমেরিকার সিগারেট বেশি দামে খাওয়ানোর ব্যবস্থা করতে চায়।

মানবন্ধনে আরো বক্তব্য রাখনে সংগঠনটরি সদস্য আনোয়ার, আলাউদ্দনি, আউয়াল, রশদি খান, কাওসার, নাসির উদ্দনি, বিল্লাল , কামাল উদ্দিন, জামাল হোসেন, প্রমুখ।

 

Bootstrap Image Preview