দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার দুপুরে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানদের বরণ ও সাবেক জনপ্রতিনিধিদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানুল হকের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন ও মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকুকে বরণ করে নেওয়া হয়।
সেই সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন ও সাহিদা খাতুনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
]মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ সাত্তার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবনির্বাচিত চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, খোলাহাটি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোঃ সামসুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা প্রকৌশলী শামীম আকতার, প্রকল্প কর্মকর্তা তাজুল ইসলাম প্রমুখ।