Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মিয়ানমারে ছিটকে পড়া বাংলাদেশি বিমান ভেঙ্গে ৩ টুকরো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০১৯, ০৯:৪২ PM
আপডেট: ০৮ মে ২০১৯, ০৯:৪২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মিয়ানমারের ইয়াংগুন বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়া উড়োজাহাজটি ভেঙ্গে ৩ টুকরো হয়েছে বলে টুইটে জানিয়েছেন এক মিয়ানমারের নাগরিক। মিয়ানমারের বিমানবন্দরে অবতরণকালে রানওয়ে থেকে ছিটকে পড়ে এই বিমানটি। এই দুর্ঘটনায় পাইলটসহ বিমানে থাকা ৩৩ আরোহীর সবাই আহত হয়েছেন। 

বুধবার (৮ মে) বাংলাদেশ সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত বিমানটির ফ্লাইট নম্বর বিজি-০৬০।

বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ৩টা ২০ মিনিটে ছেড়ে যায়। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ইয়াংগুন বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।

উড়োজাহাজটি যখন অবতরণ করছিল, তখন এলাকায় বৃষ্টি হচ্ছিল। এতে উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।

Bootstrap Image Preview