চট্টগ্রামের সীতাকুন্ডে অভিযান চালিয়ে বেসরকারি টেলিভিশনের স্টিকার লাগানো একটি প্রাইভেটকার থেকে ১ হাজার ৩৩০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ মে) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার আবুল কাশেমের ছেলে মুরাদ ইসলাম (২২), হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের তাজুল ইসলামের ছেলে মো. নাজিম (৩৬), কক্সবাজারের চকরিয়া দরবেশঘাটার সুজা আকবরের ছেলে মুসলিম উদ্দিন (৩৫) ও একই এলাকার আজিজুল হকের ছেলে মো. সায়েম (২৭)।
সীতাকুন্ড থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, গোপন সংবাদ ছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি প্রাইভেট কারে করে ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছে চার যুবক। এই সংবাদের ভিত্তিতে ভোরে জিটিভির স্টিকার লাগানো একটি প্রাইভেটকারে তল্লাশি চালায় পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা উদ্ধার করে চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার চার যুবক গাড়িতে জিটিভির লোগো ব্যবহার করলেও তারা জিটিভির কেউ নন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়ার দরবেশকাটার ছেলে মুসলিম ও সায়েম দীর্ঘদিন যাবত ইয়াবার ব্যবসা করে আসছেন।এমনকি নিজেরাই জিটিবির টেলিভিশনের প্রতিনিধি পরিচয়ে এলাকার বিভিন্ন অসহায় মানুষকে কারণে অকারণে ভয় দেখিয়ে চলতো।
চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাওছার উদ্দীন কছির বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হওয়া প্রয়োজন। যারা মাদকের সাথে জড়িত তাদের সরাসরি ক্রসফায়ার দেওয়া দরকার।