Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের আতঙ্কের নাম হোপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০১৯, ১০:২৫ AM
আপডেট: ০৯ মে ২০১৯, ১০:২৫ AM

bdmorning Image Preview


মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে ১২৫ বলে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়ে ১০৯ রানের ইনিংস খেলেছেন ক্যারিবিয়ান ওপেনার শাই হোপ। বাংলাদেশের বিপক্ষে এটি তার সেঞ্চুরির হ্যাটট্রিক। 

চলতি ত্রিদেশীয় সিরিজে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি তুলে নিয়েছেন শাই হোপ। ওপেনিংয়ে নেমে চারটি সেঞ্চুরি নিয়ে তার ক্যারিয়ারে এখন সেঞ্চুরির সংখ্যা ৬টি। যার মধ্যে ৪টি সেঞ্চুরি এসেছে শেষ ৮টি ইনিংসে।

বাংলাদেশের নতুন আতংকের নাম শাই হোপ। শেষ ৩ ওডিয়াইতেই বাংলাদেশের সাথে সেঞ্চুরি। মাত্র ৭ ওডিয়াইতে ১০০.২০ গড়ে ৫০১ রান! বাংলাদেশের সাথে হোপের ইনিংসগুলো... ৬, ২৫, ৬৪, ৪৩, ১৪৬*, ১০৮*, ১০৯! সোজা ব্যাটে খেলেন, সাথে স্পিন ও ভাল খেলেন বলে তাকে আউট করা আমাদের বোলারদের জন্য কঠিন।

মঙ্গলবার মাঠে নামার আগেই মাশরাফি জানিয়েছিলেন হোপ আতঙ্কের কথা। সাংবাদিকদের সঙ্গে কথার প্রসঙ্গে তিনি বলেছিলেন বাংলাদেশের সঙ্গে হোপ ভয়ংকর হয়ে উঠতে পারেন।

Bootstrap Image Preview