মিয়ানমার থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ১৭ যাত্রী ঢাকায় ফিরেছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বিশেষ বিমানটি ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করে।
তবে এ ফ্লাইটে ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়া এয়ারলাইন্সটির দুর্ঘটনাকবলিত প্লেনের কোনো যাত্রী নেই বলে জানিয়েছে বিমানবন্দর স্টেশন এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্তৃপক্ষ।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে মিয়ানমারের ইয়াঙ্গুনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে। ছিটকে পড়ার পর বিমানটি তিন খণ্ড হয়ে যায়। এতে বিমানটির পাইলটসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার সময় মোট ৩৩ জন ক্রু ও যাত্রী বিমানে ছিলেন। দুর্ঘটনার পর বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
যদিও বুধবার রাতে বিমান কর্তৃপক্ষ বলেছিল, দুর্ঘটনাকবলিত প্লেনের আহত যাত্রীদের ফিরিয়ে আনতে বিমানের বিশেষ এই ফ্লাইট ইয়াঙ্গুন যাচ্ছে। কিন্তু সেই তথ্য ভুল ছিল বলে জানিয়েছেন বিমানের কর্মকর্তারা।