Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জানাজায় থেকে ফেরার পথে গলা কেটে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০১৯, ১১:১৭ AM
আপডেট: ০৯ মে ২০১৯, ১১:১৭ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


কুমিল্লার সদর উপজেলার বালুতুপা এলাকায় আলী আকবর নামে একজনকে গলা কেটে হত্যা করে পালাতে গিয়ে গণপিটুনিতে ঘাতক আলম নিহত।

নিহত আলী আকবর স্থানীয় বাসিন্দা মৃত চারু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলী আকবর স্থানীয় এক ব্যক্তির জানাজায় অংশ নেন। নামাজ থেকে বাড়ি ফেরার পথে আলম নামে ওই যুবক আলী আকবরের গলায় ছুরিকাঘাত করে তাকে হত্যা করেন।

এ সময় ঘাতক আলম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দেন। পরে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ঘাতক আলম চিকিৎসাধীন মারা যান।

কুমিল্লা কোতোয়ালি থানার ওসি আবু ছালাম মিয়া জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুজনের মধ্যে কোনো পূর্ব শত্রুতা আছে কিনা এখনও তা জানা যায়নি। এই হত্যাকাণ্ডের কারণ তদন্তসাপেক্ষে জানা যাবে বলে জানান ওসি।

Bootstrap Image Preview