Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পশ্চিম শেওড়াপাড়া থেকে ভুয়া ডিবি গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০১৯, ১১:২৯ AM
আপডেট: ০৯ মে ২০১৯, ১১:২৯ AM

bdmorning Image Preview
সংগৃহীত


ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী ৪ সদস্যকে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া এলাকা থেকে গ্রেফতার করে ডিএমপি’র গোয়েন্দা পশ্চিম বিভাগ।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো, মো. সাইদ মিয়া(৩৫), ড্রাইভার মো. ফারুক মিয়া (৩০), আবুল কালাম (৪৯) ও মো. রানা ওরফে রানা ইসলাম (৪০)।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা ওয়াকিটকি, হ্যান্ডকাফ, ডিবি লেখা জ্যাকেট ও পিস্তল নিয়ে ডিবি পরিচয়ে কালো গ্লাস লাগানো গাড়িতে করে ঢাকা মহানগরীর বিভিন্ন ব্যাংক এর সামনে অবস্থান করে। ব্যাংক থেকে টাকা উত্তোলনকারী লোকদের টার্গেট করে চক্রের কোন এক সদস্য সামনে এগিয়ে গিয়ে ডিবি পুলিশ পরিচয়ে গাড়িতে উঠায়। তারপর সুবিধাজনক স্থানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে মারধর করে টাকা পয়সা ও মূল্যবান মালামাল রেখে নামিয়ে দেয়।

৭ মে, ২০১৯ তারিখ বিকাল ০৫.০৫ টায় পশ্চিম শেওড়াপাড়া, ওলিমিয়ার টেক বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতারকরে ডিবি পশ্চিম বিভাগের মিরপুর জোনাল টিম।

এসময় তাদের হেফাজত হতে ১টি ওয়াকিটকি, ১টি হ্যান্ডকাফ, ১টি ডিবি লেখা জ্যাকেট, ১টি খেলনা পিস্তল উদ্ধার ও ১টি মাক্রোবাস জব্দ করা হয়।

এ সংক্রান্তে মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

Bootstrap Image Preview