অটোরিকশা চুরির টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাকাত আলমগীর (৩৮) নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
উপজেলার পাগলা থানার নুরাপাড়া এলাকায় বুধবার দুপুরে একটি চা স্টলের সামনে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর উপজেলার উস্তি ইউনিয়নের বুশাবাড়ী গ্রামের প্রয়াত হানিস মিয়ার ছেলে।
পাগল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুর রহমান জানান, আলমগীর স্থানীয় এলাকায় ‘ডাকাত আলমগীর’ নামে পরিচিত।অটোরিকশা চুরির টাকার ভাগাভাগি নিয়ে একই এলাকার মকবুলের সঙ্গে আলমগীর বিরোধ তৈরি হয়। এরপর এদিন দুপুরে মকবুল ও সাদ্দামের নেতৃত্বে তাকে প্রকাশ্যে কুপিয়ে ফেলে রেখে যাওয়া হয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
পরে সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, আলমগীর স্থানীয় এলাকায় ‘ডাকাত আলমগীর’ নামে পরিচিত। তার বিরুদ্ধে ডাকাতির কোনো মামলা না থাকলেও গত সপ্তাহে একটি চাঁদাবাজি ও নারী ও শিশু নির্যাতন মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছিল।
তিনি আরও জানান, এই ঘটনায় এখনো থানায় মামলা দায়ের হয়নি। মামলার পর জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলবে।