চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর এলাকার তালপট্টি থেকে চেক জালিয়াতি মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- সোনামসজিদ বালিয়াদিঘির আইনুল হকের ছেলে মিজানুর রহমান (২৮) ও একই এলাকার মৃত মামলত আলীর ছেলে খাইরুল ইসলাম (৫০)।
শিবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুস শুকুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তালপট্টি এলাকা থেকে চেক জালিয়াতি মামলায় মিজানুর ও খাইরুলকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় চেক জালিয়াতি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বৃহস্পতিবার (০৯ মে) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।