Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রের এক বাড়ি থেকে উদ্ধার হল ১ হাজার অবৈধ অস্ত্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০১৯, ০১:২৮ PM
আপডেট: ০৯ মে ২০১৯, ০১:২৮ PM

bdmorning Image Preview
ছবি: ইন্টারনেট


যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের নিরাপত্তারক্ষীরা একটি বাড়িতে কমপক্ষে ১ হাজারেরও বেশি অস্ত্রের সন্ধান পেয়েছে। কিছুদিন থেকে অবৈধ অস্ত্র বিক্রি করে আসছে ওই বাড়ির মালিক এমন সন্ধান পাওয়ার সঙ্গে সঙ্গে ওই বাড়িতে অভিযান চালানো হলে অস্ত্রগুলো জব্দ করা হয়। তবে কাউকে গ্রেফতার করা হয়েছে কি না সে বিষয়ে তথ্য প্রকাশ করা হয়নি।

সিএনএন’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির নিরাপত্তাকর্মীরা বুধবার (৮ মে) গোপণ তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায়। এ ঘটনায় প্রায় ১হাজার অস্ত্র উদ্ধার করেছে স্থানীয় পুলিশ ।  

লস অ্যাঞ্জেলস পুলিশের কর্মকর্তা জেফ লি জানান, বাড়িটিতে অস্ত্র বেচা-কেনা হয় এমন তথ্যের ভিত্তিতে অপরাধীকে ধরতে অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেয় মাদক, তামাক, অস্ত্র, বিস্ফোরক ও পুলিশের কর্মকর্তারা।

গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শত শত অস্ত্র ছড়িয়ে ছিটিয়ে আছে অথবা কম্বল দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে। সেসব আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে হালকা পিস্তল থেকে শুরু করে ভারি রাইফেলও।

সংশ্লিষ্ট সংস্থার মুখপাত্র জিঞ্জার কলবার্ন লিখিত বক্তব্যে বলেন, অস্ত্র বিক্রির ফেডারেল লাইসেন্স ব্যতীত কেউ অবৈধ কাজ করছে এমন তথ্য পায় নিরাপত্তা সংস্থাগুলো। সেখান থেকে অস্ত্র তৈরির বিভিন্ন উপকরণও জব্দ করা হয়েছে।

Bootstrap Image Preview