Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভেনিজুয়েলার জাতীয় পরিষদের ভাইস প্রেসিডেন্ট আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০১৯, ০১:৪৪ PM
আপডেট: ০৯ মে ২০১৯, ০১:৪৪ PM

bdmorning Image Preview


ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা জুয়ান গুইদোর কংগ্রেসনাল ডেপুটি এদগার জামব্রানোকে আটক করেছে দেশটির গোয়েন্দা সংস্থা।

বুধবার নিজের গাড়ির ভেতরে বসে থাকা অবস্থাতেই তাকে আটক করেন গোয়েন্দা সংস্থা সেবিনের সদস্যরা। এ সময় একটি ট্রাকের সাহায্যে এদগারের গাড়িকে টেনে সেবিন সদর দফতরে নিয়ে যান তারা।

এদিকে এদগার জামব্রানোকে আটক করায় ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র সরকার। তারা হুশিয়ারি দিয়ে বলেছে, এদগারকে মুক্তি না দিলে পরিণতি ভয়াবহ হবে।

তারা বলছে, জামব্রানোকে নির্বিচারে আটকের ঘটনাটি অবৈধ ও অমার্জনীয়। গুইদো এক টুইটার বার্তায় দাবি করেছেন, সরকার তার ভাইস প্রেসিডেন্টকে অপহরণ করেছে।

এর আগে মঙ্গলবার মাদুরোপন্থী গণপরিষদ এদগার জামব্রানোসহ আরও ছয়জন আইনপ্রণেতাকে ভবিষ্যতে বিচারের মুখোমুখি করতে তাদের কাছ থেকে সংসদীয় দায়মুক্তি প্রত্যাহারে সম্মত হয়।

তবে পরিষদের সিদ্ধান্তের সঙ্গে সায় দেয়নি বিরোধীরা। এর আগে ওই আইনপ্রণেতাদের ষড়যন্ত্র, বিদ্রোহ ও বিশ্বাসঘাতকতার দায়ে অভিযুক্ত করে দেশটির সুপ্রিমকোর্ট।

বুধবার একই অভিযোগে বিরোধী দলের আরও তিন আইনপ্রণেতাকে অভিযুক্ত করা হয়েছে।

Bootstrap Image Preview