Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বুকভরা হতাশা নিয়ে নিঃস্ব হয়ে দেশে ফিরলেন ২১৫ কর্মী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০১৯, ০৪:০৮ PM
আপডেট: ০৯ মে ২০১৯, ০৫:০৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পরিবারের অর্থকষ্ট ঘুচাতে বুকভরা আশা নিয়ে বিদেশ গিয়ে শেষমেষ নিঃস্ব হয়ে দেশে ফিরলেন আরও ২১৫ প্রবাসী শ্রমিক।

বুধবার (৮ মে) এসব শ্রমিকরা লিবিয়া, ইরান, ওমান, সৌদি আরব, কাতার থেকে কয়েকটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সৌদি আরব থেকে ৭৫ জন, ইরান থেকে ৪৫, ওমান থেকে ৪৩, কাতার থেকে ৪০, লিবিয়া থেকে সাত এবং অন্য আরও কয়েকটি দেশ থেকে ১২ জন শ্রমিক দেশে এসে পৌঁছেছেন।

এসব শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, বেকার থাকা, বেতন না দেয়া, টাকা খরচ করে বিদেশে গিয়ে কাজ না পাওয়া, নিয়োগকর্তা কর্তৃক নির্যাতন এবং অনেকের বৈধ কাগজ থাকা সত্ত্বেও দেশে পাঠিয়ে দেয়া হয়েছে।

বিভিন্ন দেশের ইমিগ্রেশন পুলিশ তাদের ধরে আউটপাস দিয়ে শূন্য হাতেই দেশে পাঠিয়ে দিয়েছে। কয়েকজনকে আবার জেল খেটে ফিরতে হয়েছে। ফিরে আসা এসব কর্মীকে বিমানবন্দরে জরুরি সেবা দিয়েছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।

সংস্থাটির প্রোগ্রাম হেড শরিফুল হাসান বলেন, ইফতারের ৪০ মিনিট আগে আমাদের মাইগ্রেশন প্রোগ্রামের কর্মকর্তারা হঠাৎ জানান, বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ আর এপিবিএন জানিয়েছে বিভিন্ন দেশ থেকে ২১৫ জন প্রবাসী বাংলাদেশি ফিরেছে আউটপাসে। তাদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল এমন অসহায় অবস্থায় দেশে ফেরেন ১৮০ জন প্রবাসী শ্রমিক। এদিকে ফিরে আসা শ্রমিকদের বেশির ভাগই ট্রাভেল পাস নিয়ে দেশে ফেরায় দিনভর তাদের নাগরিকত্ব যাচাই-বাছাই করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তবে ফেরত আসা প্রবাসীদের অভিযোগ, প্রক্রিয়া অত্যন্ত ধীরগতি হওয়ায় যাচাই-বাছাইয়ের নামে দিনভর তাদের আটকে রাখা হয়।

 

 

Bootstrap Image Preview