ঝিনাইদহের মহেশপুর উপজেলায় শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন দিয়েছে আদালত। ঝিনাইদহের নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
এছাড়া আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও এক বছর কারাগারে রাখার আদেশ দিয়েছে আদালত।সাজাপ্রাপ্ত তারিকুল ইসলাম (২৮) মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মান্নান হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় ছিলেন আসামি।
আদালত পরিদর্শক কুলসুম বেগম মামলার নথির বরাতে জানান, ২০১০ সালের ৩০ জুলাই তারিকুল নার্সারি শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে বাড়ির পাশের বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পরদিন তার বাবা তাকে আসামি করে মহেশপুর থাকায় মামলা করেন। ওই বছর ২২ নভেম্বর পুলিশ আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
পরিদর্শক কুলসুম বলেন, শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত তারিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়। এছাড়া আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা করে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেয়য় আদালত।