মাদারীপুরের কালকিনিতে একটি বাড়ি থেকে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। কালকিনি থানার ওসি মোফাজ্জেল হোসেন জানান, উপজেলার সদর থেকে বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মালিহা আক্তার (১৭) কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের কানুরগাঁও গ্রামের মানিক বেপারীর মেয়ে। কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সে।
ওসি বলেন, মেয়েটির মা সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে মালিহা মায়ের সদর উপজেলার ওই বাড়িতে ভাড়া থাকতো। কিছুদিন আগে মাহিলা খাসেরহাটে তার মামার বাড়ি ঘুরতে যায়। বুধবার বিকালে সে বাড়ি ফেরে।
“এ সময় মালিহার মা তার দ্বিতীয় স্বামীর বাড়িতে থাকায় সে বাড়িতে একা ছিল। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়।”
ওসি বলেন, এ ঘটনায় মেয়েটির কথিত প্রেমিক রাকিব ব্যাপারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত করা হচ্ছে।