Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধর্ষক রফিক গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৯ মে ২০১৯, ০৭:১৮ PM
আপডেট: ০৯ মে ২০১৯, ০৭:২২ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


পটুয়াখালীর কলাপাড়ার নববধূ ধর্ষণ মামলার মূল আসামি ভাড়াটে মোটর সাইকেল চালক রফিক গ্রেফতার হয়েছে। তিনি কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের হাকিম ফকিরের ছেলে। 

বুধবার (৮ মে) ভোররাতে ঢাকার গাজীপুর পুবাইল থানার মিরাবাড়ি এলাকা থেকে পুবাইল থানা পুলিশের সহায়তায় অভিযুক্ত রফিককে কলাপাড়া থানার এসআই সাখাওয়াত হোসেন গ্রেফতার করেছে।

এ ঘটনায় স্বামী সুজন হাওলাদার কলাপাড়া থানায় বেতমোর এলাকার দেলোয়ারের ছেলে রাসেল, হাকিম ফকিরের ছেলে রফিক, এছাহাক হাওলাদারের ছেলে খালেক এবং মন্নান গাজীর ছেলে জাফরসহ চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।

জানা যায়, গত ২৪ এপ্রিল রাতে ওই নববধূ স্বামী জাহিদুল ইসলাম সুজনকে নিয়ে চাকামইয়া ইউনিয়নের বেতমোড় গ্রামের খালু বাড়িতে বেড়াতে যান। স্বামীসহ স্বজনদের মারধর করে নববধূকে বাড়ি থেকে বিলে নিয়ে রফিক ধর্ষণ করে। ডাক চিৎকারে লোকজন এগিয়ে গেলে বাকিরা পালিয়া যায়।

এই বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, মূল আসামি গ্রেফতারের পরে এখন বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। রফিককে আদালতে প্রেরন করা হয়েছে।

Bootstrap Image Preview