বগুড়ার শেরপুর থানায় অভিযান চালিয়ে কাটাগাড়ি বাজার এলাকা থেকে সর্বহারা পার্টির ৩ সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ মে) দিবাগত রাতে সর্বহারা পার্টির সদস্যদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
আটককৃতরা হলেন- রওশন আলী (৫৮), চন্দন কুমার (৩৬) ও রাজ কুমার (৩৩)।
জানা যায়, উপজেলার ভবানীপুর বাজার এলাকায় গত ৮ এপ্রিল রাতে পূর্ববাংলা কমিউস্টি পার্টি (সর্বহারা) দেয়ালে তাদের পোস্টার লাগানোর সময় শেরপুর থানা পুলিশের এএসআই নান্নু মিয়া তাদেরকে বাধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে নান্নু মিয়াকে গুলি করে চলে যায়।
এ ঘটনায় শেরপুর থানায় এস আই আতিক বাদি হয়ে পূর্ববাংলা কমিউস্টি পার্টি (সর্বহারা) অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার এড়াতে সিরাজগঞ্জের জেলার তাড়াশ উপজেলার বাড়িল বড়ই চড়া গ্রামের মৃত বাহেজ উদ্দিনের ছেলে ২টি হত্যা মামলাসহ ৫ মামলার আসামি রওশন আলী, একই গ্রামের ভবেন্দ্র নাথের ছেলে চন্দন কুমার ও রাজ কুমার তাড়াশ উপজেলার কাটাগাড়ি বাজার এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল।
এ সময় শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম গোপন সংবাদ পেয়ে সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কাটাগাড়ি বাজার এলাকা থেকে গত বুধবার রাত ৩ টার দিকে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
এই বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, আটককৃতরা পূর্ববাংলা কমিউস্টি পার্টির সদস্য। তাদের বিরুদ্ধে মামলা থাকায় আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।