Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে বিদ্যুৎ শ্রমিকের লাশ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৯ মে ২০১৯, ০৮:২২ PM
আপডেট: ০৯ মে ২০১৯, ০৮:২২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার নয়াবাজার এলাকার একটি বাসা থেকে ব্রুব মজুমদার (৪৩) নামের এক বিদ্যুৎ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ধ্রুব চট্টগ্রাম জেলার সদ্বীপ উপজেলার সাতঘরিয়া এলাকার মিলন মজুমদারের ছেলে। 

বুধবার (৮ মে) দিবাগত রাতে হালিশহর রামপুর নয়াবাজার এলাকার জোবাইদা ভিলার পঞ্চম তলার একটি কক্ষ থেকে পুলিশ ধ্রুব’র লাশটি উদ্ধার করে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুল হক বলেন, বুধবার ইফতারের পর পাশ্ববর্তী অপর এক যুবকের ফোন পেয়ে টয়লেটের ভেতর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

প্রতিবেশির বরাতে তিনি বলেন, ধ্রুব তার এক ভাগ্নেকে নিয়ে ওই ভাড়া বাসায় থাকতেন। পেশায় সে ইলেক্ট্রিক মিস্ত্রী। বুধবারের ইফতারের সময় পাশ্ববর্তী অপর ব্যাচেলর ভাড়াটিয়া যুবক তাকে ডাকতে গেলে রুমের দরজা খোলা পায়। অনেক ডাকাডাকির পরও কোন সাড়া শব্দ না পেয়ে বাসার বাথরুমে গিয়ে ধ্রুবর নিথর দেহ পড়ে থাকতে দেখে। পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Bootstrap Image Preview