নাটোরের বড়াইগ্রামে ফরমালিনমুক্ত আম বাজারজাত করণের লক্ষ্যে আম চাষীদের নিয়ে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) সকালে উপজেলার জোয়াড়ি কুমরুল গ্রামের স্থানীয় এক আম বাগানে এ সভার আয়োজন করা হয়।
চলতি মৌসুমে বড়াইগ্রাম উপজেলায় ৫৮২ হেক্টর জমিতে হেক্টর প্রতি ১২ টন আম উদপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ সকল আমে চাষী ও ব্যবসায়ীরা ফরমালিন মিশিয়ে মানুষের স্বাস্থ্য হুমকীর মধ্যে যেনো না নিয়ে যায় সে বিষয়ে উদ্ধুদ্ধুকরণ সভার আয়োজন করা হয়।
স্থানীয় আম চাষী নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ, আবু হেনা মোস্তফা কামাল, প্রমূখ বক্তব্য রাখেন। সভায় আম চাষী ও স্থানীয় গন্যম্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।