Bootstrap Image Preview
ঢাকা, ০৫ শনিবার, জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পরকীয়ার জেরে ভাতিজাকে কুপিয়ে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০১৯, ১১:২৩ AM
আপডেট: ১০ মে ২০১৯, ১১:৩৮ AM

bdmorning Image Preview


উপজেলায় নির্বাচনে বিরোধিতার জেরে মাদারীপুরের রাজৈরের স্থানীয় চেয়ারম্যান ও তার লোকজন এক যুবককে কুপিয়ে হত্যা করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মজুমদার বাজারে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল বাজিতপুর গ্রামের মৃত খালেক হাওলাদারের ছেলে। তিনি বাজারে পোলট্রি মুরগির ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, সোহেল ও সিরাজুল সম্পর্কে বংশীয় কাকা-ভাতিজা। ইউনিয়ন পরিষদের নির্বাচনে সিরাজুলের বিপক্ষে কাজ করেন সোহেল। এ কারণে তার ক্ষিপ্ত ছিলেন চেয়ারম্যান।

এছাড়া সম্প্রতি চেয়ারম্যানের স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন সোহেল। বিষয়টি টের পেয়ে আরও পেয়ে ক্ষিপ্ত হয়ে হয়ে ওঠেন চেয়ারম্যান।

বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর চেয়াম্যান সিরাজুল ইসলাম হাওলাদার তার স্বজনদের নিয়ে সোহেলের ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন।

মুমূর্ষ অবস্থায় সোহেলকে প্রথমে রাজৈর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই বাবু হাওলাদার জানান, পূর্ব পরিকল্পিতভাবে চেয়ারম্যান ও তার লোকেরা আমার ভাইকে বাজারে একা পেয়ে কুপিয়ে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।

এদিকে ঘটনার পর থেকে বাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম পলাতক রয়েছেন। তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

রাজৈর থানার ওসি মো. শাহজাহান মিয়া জানান, অভ্যন্তরীণ কলহের জের ধরে চেয়ারম্যান ও তার লোকেরা সোহেলকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Bootstrap Image Preview