Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জাপানে শক্তিশালী ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০১৯, ১২:২৭ PM
আপডেট: ১০ মে ২০১৯, ১২:২৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জাপানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৩। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়।

শুক্রবার (১০ মে) আঘাত হানা এই ভূমিকম্পে সুনামির কোন হুমকি নেই বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর- এএফপি’র।

সংস্থা জানায়, জাপানের মিয়াজাকি নগরীর প্রায় ৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে প্রশান্ত মহাসাগর তলদেশের ২৪ কিলোমিটার গভীরে স্থানীয় সময় আজ সকাল ৮ টা ৪৮ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।

জাপানের আবহাওয়া সংস্থা জানায়, এতে সুনামিতে ক্ষয়ক্ষতির কোন সম্ভাবনা নেই।

ভূমিকম্প আঘাত হানার পরপরই দেশটির আবহাওয়া সংস্থা একটি জরুরি সতর্কবার্তা জারি করে। এ সময় জাপানের সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে দ্রুত মিয়াজাকিসহ দক্ষিণাঞ্চলীয় কিউশু অঞ্চলের পরিস্থিতির ওপর বিশেষ অনুষ্ঠান প্রচার শুরু করে।

মার্কিন সংস্থা জানায়, প্রথম দফার ভূমিকম্পের পর স্থানীয় সময় সকাল ৯ টা ৭ মিনিটে একই এলাকায় দ্বিতীয় দফায় ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ভূমিকম্পে মিয়াজাকি ও এর আশেপাশের এলাকার কোন ক্ষয়ক্ষতি হয়নি।

Bootstrap Image Preview