Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাগদাদে ইফতারের সময় আত্মঘাতী হামলায় নিহত ৮

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০১৯, ০৪:৫৭ PM
আপডেট: ১০ মে ২০১৯, ০৪:৫৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী হামলার অন্তত ৮ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন।

বৃহস্পতিবার (৯ মে) বাগদাদের জামিলা বাজারে এ হামলার ঘটনা ঘটেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকের উর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা বলেন, হামলাকারী বিস্ফোরক বেল্ট পরে ভিড়ের ভেতরে ঢুকে পড়ে এই বিস্ফোরণের ঘটায়।

টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, সেখানকার স্থানীয় মুসলিমরা সারাদিনের রোজা শেষে যখন ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন তখন এ বিস্ফোরণ ঘটে।

রয়টার্সের জানায়, এ হামলার দায় স্বীকার করেছে আইএস।

আইএস এক বিবৃতিতে জানায়, বিস্ফোরক বেল্ট পরে একজন আত্মঘাতী বোমারু বাগদাদে বিস্ফোরণ ঘটিয়েছে। এতে আটজন নিহত হয়েছেন এবং ১০ জনেরও বেশি আহত হয়েছেন।

Bootstrap Image Preview