Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জাহাজ আটক করলেন ট্রাম্প, পরমাণু অস্ত্রের প্রস্তুতি কিমের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০১৯, ০৮:২০ PM
আপডেট: ১০ মে ২০১৯, ০৮:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইতিহাসে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার একটি জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র। 

বৃহস্পতিবার (৯ মে) উত্তর কোরীয় জাহাজটি আটক করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের অভিযোগ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করায় জাহাজটি আটক করা হয়েছে। এর প্রেক্ষিতে নতুন করে পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

মার্কিন কৌসুলি জেফরি এস বের্ম্যান বলছেন, আমাদের অফিস জানতে পেরেছে যে, জাহাজের নিবন্ধন গোপন করে উত্তর কোরিয়া উন্নত মানের কয়লা বিদেশী ক্রেতাদের কাছে বিক্রি করছে।

তারা এর মাধ্যমে শুধু নিষেধাজ্ঞাই লঙ্ঘন করেনি, বরং এই জাহাজের মাধ্যমে উত্তর কোরিয়ায় ভারী যন্ত্রপাতি আমদানি করা হয়েছে, যার মাধ্যমে বার বার নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়, উত্তর কোরিয়া বেশ কয়েকটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। তার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো দু'টি ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানালো তারা।
 

Bootstrap Image Preview