Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উড়োজাহাজ সঙ্কটে বাংলাদেশ বিমানের ৭ ফ্লাইট বাতিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০১৯, ০৯:১৫ PM
আপডেট: ১০ মে ২০১৯, ০৯:১৫ PM

bdmorning Image Preview


রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে। উড়োজাহাজ স্বল্পতার কারণে অভ্যন্তরীণ রুটে এই সাতটি ফ্লাইট বাতিল করা হয়।

জানা যায়, মিয়ানমারের ইয়াংগুন বিমানবন্দরে বুধবার একটি ড্যাশ ৮-কিউ৪০০ বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ার পর উড়োজাহাজ সংকটে জটিলতায় পড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ দুর্ঘটনার পর অভ্যন্তরীণ রুটের সাতটি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় তারা।

বিমানের জনসংযোগ শাখার জিএম শাকিল মেরাজ গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ (১০ মে) থেকে আগামী ১৩ মে পর্যন্ত সিলেট, রাজশাহী, যশোর এবং সৈয়দপুর রুটে সংস্থাটির সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিজি-০৬০ ফ্লাইটটি বুধবার বেলা ৩টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। মিয়ানমারের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ফ্লাইটটি ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কারণে রানওয়ে থেকে ছিটকে পড়ে।

এতে ১৯ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় কানাডার কোম্পানি বম্বার্ডিয়ারের তৈরি ড্যাশ ৮-কিউ৪০০ উড়োজাহাজটি। বিমানটিতে আগুন না ধরলেও অবয়ব ভেঙে তিন টুকরো হয়েছে জানিয়ে এভিয়েশন সেইফটি নেটওয়ার্ক বলেছে, ফরোয়ার্ড প্যাসেঞ্জার ডোরের পেছনে এবং রিয়ার সার্ভিস ডোরের ঠিক পেছনে কাঠামো ভেঙে গেছে।

ঈদের সময় অভ্যন্তরীণ রুটে বাড়তি ফ্লাইট চালায় বিমান বাংলাদেশ। তিনটি ড্যাশ-৮ উড়োজাহাজ দিয়ে ঢাকা থেকে সৈয়দপুর, রাজশাহী, বরিশাল, যশোর, সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে এবং বোয়িং ৭৮৭, ৭৭৭ ও ৭৩৭ উড়োজাহাজ দিয়ে সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে ফ্লাইট চালানো হয়। কাজেই নতুন করে এমন সংকটে বাড়তি ফ্লাইট পরিচলনায় অনিশ্চয়তা দেখা দিয়েছে।

শাকিল মেরাজ বলেন, তবে পরিস্থিতি সামাল দিতে দুটো উড়োজাহাজ ভাড়া আনা হচ্ছে। আলাফকো এভিয়েশন লিজ অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির কাছ থেকে ছয় বছরের জন্য দুটি বোয়িং ৭৩৭ এয়ারক্রাফট লিজ নেয়া হচ্ছে। এর একটি শুক্রবারই বিমান বহরে যুক্ত হওয়ার কথা। ১০ জুন হবে আরেকটি। এ দুটো উড়োজাহাজ দিয়ে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, রাজশাহী, বরিশাল ও যশোরে ফ্লাইট পরিচালনা করা হবে।

বিমানের জনসংযোগ শাখার জিএম আরও বলেন, তখন এয়ারক্রাফটের সংকট আর থাকবে না, যাত্রীদেরও অসুবিধা হবে না।

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমানের বহরে বর্তমানে ১৩টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে দুটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার, চারটি বোয়িং ৭৭৭-৩০০, চারটি ৭৩৭-৮০০ ও তিনটি ড্যাশ-৮। এর মধ্যে একটি বোয়িং ৭৩৭ মেরামতের জন্য গ্রাউন্ডেড। আর মিয়ানমারে দুর্ঘটনায় একটি ড্যাশ-৮ উড়োজাহাজ অকেজো হয়ে গেছে।

এদিকে বিমান সূত্র জানায়, মিয়ানমারে বিমান দুর্ঘটনায় আহত পাইলট ও কেবিন ক্রু, গ্রাউন্ড ইঞ্জিনিয়ারদের দেশে ফিরিয়ে আনতে আজ বিকাল ৪টায় একটি বিশেষ ফ্লাইট ঢাকা থেকে মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করেছে।

একই সঙ্গে আহত যাত্রীদের মধ্যে যারা দেশে ফিরতে ইচ্ছুক তাদেরকেও দেশে ফিরিয়ে আনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চিকিৎসকদের পরামর্শ ও মিয়ানমারের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ফ্লাইটটি রাতে ঢাকায় ফিরবে।

Bootstrap Image Preview