Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সরকারি অফিসের সহকারীরা পাচ্ছেন ১০ম গ্রেড!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০১৯, ১০:০০ PM
আপডেট: ১০ মে ২০১৯, ১০:০০ PM

bdmorning Image Preview


সুখবর আসছে সকল সরকারি অফিসের সহকারী কর্মকর্তাদের জন্য। সরকারি অফিসে কর্মরত প্রধান সহকারী, সহকারী উচ্চমান সহকারী ও সমমানের পদগুলোর পদবি পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা করার পাশাপাশি বেতন ১০ম গ্রেডে উন্নীত করার সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্টিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

কমিটি সুপারিশ বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য বলেছে। কমিটির সভাপতি এইচ এন আশিফুর রহমান এতে সভাপতিত্ব করেন।

বৈঠকে প্রজাতন্ত্রের কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে ‘সরকারি চাকরি আইন ২০১৮’-এর প্রায়োগিক দিক এবং কর্মকর্তাদের চাকরিতে পদন্নোতির ক্ষেত্রে গুণগত দক্ষতা বিচারের পদ্ধতি, জনবান্ধব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সরকারের বাস্তবায়িত প্রশাসনিক সংস্কার কার্যক্রম পর্যালোচনা করা হয়।

এ ছাড়া সচিবালয়ের মতো অন্যান্য দফতরের প্রধান সহকারী, সহকারী, উচ্চমান সহকারী ও সমমানের পদগুলোর পদবি পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা করাসহ বেতন ১০ম গ্রেডে উন্নীত করার বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

কমিটির সভাপতি আশিফুর রহমান বলেন, সরকারি চাকরিজীবীদের দক্ষতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। এ ছাড়া প্রধান সহকারী পদসহ কিছু পদের পরিবর্তনের বিষয়ে বৈঠকে কথা হয়েছে।

এ ছাড়াও কমিটি মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমা ৬১ বছর করার বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে সুপারিশ করে। প্রজাতন্ত্রের কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে অন্যান্য দেশে কী ধরনের পদ্ধতি প্রচলিত আছে তা পর্যালোচনা করে একটি প্রতিবেদন জমা দিতে কমিটি সুপারিশ করে।

Bootstrap Image Preview