Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘নেশাগ্রস্ত’ ছেলের এলোপাতাড়ি কোপে মায়ের মৃত্যু, আহত ৪

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০১৯, ১১:১৬ AM
আপডেট: ১১ মে ২০১৯, ১১:১৬ AM

bdmorning Image Preview
সংগৃহীত


চট্টগ্রামে নগরের উত্তর কাট্টলিতে ‘নেশাগ্রস্ত’ ছেলের কুপিয়ে খুন করেছে মাকে। ওই সময় হাতে থাকা দা দিয়ে আরো চারজনকে কুপিয়ে জখম করে সে। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দিনগত রাত ৯টার দিকে নগরের আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলী বড়কালী বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত সন্ধ্যা রাণী ওই এলাকার ধীরেন্দ্র চন্দ্রের স্ত্রী।আহত হয়েছেন, শান্তি নন্দী (৭০), দীপক দত্ত (৪৮), টিংকু দত্ত (৪৫) ও প্রদীপ তালুকদারকে (৪০)। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদকাসক্ত যুবক সত্যজিত একটি ফার্মেসি দোকান চালাতেন। নিজের মাকে হত্যার পরে  রাস্তায় বেরিয়ে লোকজনকেও এলাপাতাড়ি কোপাতে থাকেন সত্যজিত। পরে জনরোষ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দেয় সে।

খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পাশাপাশি অভিযুক্ত যুবককেও উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জহিরুল ইসলাম ভূইয়া বলেন, রাত সাড়ে ১০টার দিকে যখম অবস্থায দীপক দত্ত (৪৮), শান্তি নন্দী (৭০), টিংকু দত্ত (৪৫) ও প্রবীর তালুকদার (৪০) নামে চারজনকে হাসপাতালে নিয়ে আসেন এলাকাবাসী। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তর কাট্টলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, সত্যজিতকে আটক করা হয়েছে। তার মানসিক সমস্যা আছে কি না তা আমরা খোঁজ নিয়ে দেখছি। তিনি ইয়াবায় আসক্ত। প্রায় সব সময় সে নেশাগ্রস্ত থাকত। ঘটনার সময়ও তিনি নেশাগ্রস্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Bootstrap Image Preview