Bootstrap Image Preview
ঢাকা, ০৬ রবিবার, জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাভারে স্টাফ বাস খাদে পড়ে নারী কর্মী নিহত, আহত ৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০১৯, ০১:২৪ PM
আপডেট: ১১ মে ২০১৯, ০১:২৪ PM

bdmorning Image Preview


সাভারের বলিয়ারপুরে হাতিল ফার্নিচারের স্টাফ বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আমেনা আক্তার নামে এক নারী কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

আজ শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত আমেনা আক্তার হাতিলের জুনিয়র একাউন্টস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

এ ব্যাপারে সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, কর্মস্থলে যাওয়ার পথে হাতিলের স্টাফ বহনকারী ওই মিনিবাসটি সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আমেনা আক্তার হিমু, রাকেশ, ওমর, সৈকত, জুবায়ের এবং রুম্মানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজে নিয়ে আসে। এদের মধ্যে কর্তব্যরত চিকিৎসক আমেনা আক্তারকে মৃত ঘোষণা করেন।

Bootstrap Image Preview