Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

১৩ বছর ধরে বোনকে দেওয়া প্রতিশ্রুতি পালন করল এই তরুণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০১৯, ০২:৩৯ PM
আপডেট: ১১ মে ২০১৯, ০২:৩৯ PM

bdmorning Image Preview


অ্যালেক্স কুন্ডা। অনন্য নজির গড়েছেন এই তরুণ। গত ১৩ বছরে একদিনের জন্যও স্কুল কামাই করেননি তিনি। মাত্র ৪ বছর বয়সে কিন্ডারগার্টেনে পড়ার সময় থেকে এই অভ্যাস শুরু করেন অ্যালেক্স। 

অ্যালেক্স কুন্ডার পিতামাতা বলছেন, চতুর্থ শ্রেণিতে পড়ার সময় থেকে কঠোর পরিশ্রম শুরু করে অ্যালেক্স। গত ১৩ বছরে একদিনের জন্যও স্কুল অনুপস্থিত থাকেনি সে। 

অ্যালেক্সের মা  আর্লিন বলেন, এক শুক্রবার আমরা তাকে স্কুল থেকে বের করে আনতে যাচ্ছিলাম। কিন্তু অ্যালেক্স জানায়, সে যাবে না।  

অ্যালেক্সের বোন মিরান্ডা ২০০৬ সালে জটিল হেপাটাইটিস রোগে মারা যান। অ্যালেক্স মিরান্ডাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই বলে যে, তিনি নিয়মিত স্কুলে উপস্থিত থাকবেন, স্কুল কামাই করবেন না। 

অ্যালেক্স বলেন, তাকে (মিরান্ড) আমি ব্যক্তিগতভাবে একটিমাত্র প্রতিশ্রুতিই দিয়েছিলাম। আর সেই প্রতিশ্রুতিটি রাখতে পুরোপুরি সচেষ্ট ছিলাম আমি। 

তিনি জানান, মিরান্ডা স্কুলকে ভালোবাসতেন। প্রথম গ্রেডে পড়ার সময় মিরান্ডা একদিনও স্কুল কামাই করেননি। আমরণ তিনি এই অভ্যাস বজায় রেখেছেন। এই নিখুঁত উপস্থিতির জন্য তাকে মরণোত্তর পুরস্কার দেয় স্কুল কর্তৃপক্ষ।

ওই পুরস্কারের সনদ প্রদান করা হয়েছিল তার ছোট্ট ভাই অ্যালেক্সের কাছেই। সে সময় অ্যালেক্সের বয়স ছিল ৪ বছর। 

সে সময় অ্যালেক্স তার বাবাকে জানিয়েছিলেন, তিনি তার বোনের সম্মান রাখতে তার মতোই নিয়মিত স্কুলে উপস্থিত থাকবেন। অ্যালেক্স তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। গত ১৩ বছর ধরে একটানা স্কুলের ক্লাস করে গেছেন তিনি। এটাই তার প্রিয় বন্ধু এবং বোনের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা প্রদর্শন। 

মাত্র ৪ বছর বয়সে বোনকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে এক বিরল নজির গড়েছেন অ্যালেক্স। সচরাচর এমনটা খুব একটা দেখা যায় না। 

Bootstrap Image Preview